জাবি উপাচার্যের অপসারণের দাবিতে ধর্মঘট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সর্বাত্মক ধর্মঘট পালন করছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

জাবি উপাচার্যের অপসারণের দাবিতে ধর্মঘট

অনলাইন ডেস্ক

নানা দুর্নীতির অভিযোগ এনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সর্বাত্মক ধর্মঘট পালন করছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে সর্বাত্মক ধর্মঘটের কারণে ক্লাস-পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষক-শিক্ষার্থীদের বহনে কোনো গাড়ি/বাস ক্যাম্পাসের বাইরে যেতে পারেনি।

ধর্মঘটের অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধরা।

বিকেল চারটা পর্যন্ত চলবে এই অবরোধ কর্মসূচি।

বৃহস্পতিবার একই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন, আন্দোলনরতদের অন্যতম মুখপাত্র জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু।

এদিকে অবরোধের কারণে বুধবার অফিস কক্ষে ঢুকতে পারেননি প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা।

আন্দোলনরতরা জানিয়েছেন, উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করায় এখন তার অপসারণে আন্দোলনে নেমেছেন তারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)