‘কাকুতি-মিনতি করছে যুক্তরাষ্ট্র’

রুহানি-ট্রাম্প

‘কাকুতি-মিনতি করছে যুক্তরাষ্ট্র’

অনলাইন ডেস্ক

ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। বলেছেন, পরমাণু ইস্যুতে ইরানের বর্তমান নীতি অব্যাহত থাকবে।

বুধবার রাজধানী তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হাজার হাজার কমান্ডারের এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন, ইসলামি ইরান সাম্রাজ্যবাদীদের মোকাবেলায় আত্মসমর্পণ করেনি এবং তেহরান কাঙ্ক্ষিত ফল না পাওয়া পর্যন্ত পরমাণু ইস্যুতে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধারাবাহিকভাবে স্থগিত রাখার প্রক্রিয়া অব্যাহত রাখবে

তিনি আরও বলেছেন, তারা ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে কাকুতি-মিনতি পর্যন্ত করেছে।

ইউরোপীয় বন্ধুদের কাছে সহযোগিতা চেয়েছে কিন্তু তারা পারেনি।

‌‘এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। আমি দৃঢ়তার সঙ্গে বলছি ভবিষ্যতেও তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হবে। ’

‘পরমাণু ইস্যুতে দেওয়া প্রতিশ্রুতিগুলো ক্রমান্বয়ে স্থগিত করার দায়িত্ব জাতীয় পরমাণু শক্তি সংস্থার।

যেমনিভাবে সরকার ঘোষণা করেছে তারা পরিপূর্ণ আন্তরিকতার সঙ্গে এই কাজ অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত না কাঙিক্ষত ফল পাওয়া যায়। এই প্রক্রিয়ায় অবশ্যই ফল আসবে’ বলে জানান ইরানের সর্বোচ্চ নেতা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)