জয়নাল হাজারী এখন আ.লীগের উপদেষ্টা পরিষদ সদস্য

জয়নাল হাজারী

জয়নাল হাজারী এখন আ.লীগের উপদেষ্টা পরিষদ সদস্য

অনলাইন ডেস্ক

ফেনীর জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২ অক্টোবর) তাকে এ দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে।

শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সম্প্রতি জয়নাল হাজারীকে চিকিৎসার জন্য ৪০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।

ওই অনুদানের চেক গ্রহণ করতে হাজারী আজ গণভবনে গেলে তার সঙ্গে রাজনীতি নিয়ে অনেক কথা হয় দলীয় সভাপতি শেখ হাসিনার।

জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি।

তবে সংসদ সদস্য হিসেবে তার শেষ মেয়াদে বিভিন্ন বিতর্কে জড়ান জয়নাল হাজারী। ২০০৪ সালে দল থেকে বহিষ্কৃত হন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)