কমতে শুরু করেছে পদ্মা-মহানন্দার পানি

কমতে শুরু করেছে পদ্মা-মহানন্দার পানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি কমেছে ৬ সে.মি এবং মহান্দা নদীর পানি কমেছে ২ সে.মি। তবে পানি কমার সাথে সাথে নদী ভাঙন শুরু হওয়ার আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী এলাকায় বসবাসরত লাখো মানুষ।

এদিকে ইতিমধ্যে মহানন্দা নদীর তীব্র স্রোত থাকায় গোমস্তাপুর উপজেলার কাশিয়াবাড়ি ও নয়াদিয়াড়ী এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে।

জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান ফৌজদার জানান, সদর উপজেলায় ৫ হাজার ৫৬২টি পরিবারের ২৪ হাজার ৬২৩ জন, শিবগঞ্জ উপজেলায় ৮ হাজার পরিবারের ৩২ হাজার ৪০০ জন এবং গোমস্তাপুর উপজেলার ২৩৮টি পরিবারের ৯৮০জন মানুষ পানিবন্দী রয়েছেন।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আতিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা ও মহানন্দা নদীর পানি কমতে শুরু করায় কয়েকদিনের মধ্যেই প্লাবিত এলাকার পরিবেশ স্বাভাবিক হয়ে আসবে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)