হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ বোঝাই ট্রাক ঢুকছে বাংলাদেশে

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ বোঝাই ট্রাক ঢুকছে বাংলাদেশে

অনলাইন ডেস্ক

ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার আগে ২৮  সেপ্টেম্বরের পুরনো এলসি করা ৭০টি পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে।

নানা জটিলতা শেষে আজ শুক্রবার দুপুর ১২টার পর থেকে পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করে। ৭০টি  ট্রাকে করে ১ হাজার ৬শ মেট্রিক টন পেঁয়াজ আসবে।

ব্যবসায়ীরা জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার আগেই দূর্গাপূজার বন্ধের সময় দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে নির্ধারিত মূল্যে প্রচুর পরিমাণ এলসি করা হয়ে।

ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর পেঁয়াজগুলো ভারত অভ্যন্তরে আটকে যায়। নানা জল্পনা-কল্পনা শেষে আজ শুক্রবার সেই পেঁয়াজগুলো বন্দরে প্রবেশ করতে শূরু করেছে। যা বন্দরে প্রবেশ করলে পেঁয়াজের বাজার যেমন স্বাভাবিক হবে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)