দু’দিনে সৌদি থেকে ফিরলেন ২৫০ শ্রমিক

দু’দিনে সৌদি থেকে ফিরলেন ২৫০ শ্রমিক

অনলাইন ডেস্ক

‘ধরপাকড়ের ভয়ে’ সৌদি আরব থেকে দেশে ফিরলেন আরও ১২০ কর্মী। শুক্রবার রাত ১১টার পর সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন প্রোগ্রামের পক্ষ থেকে এ তথ্য জানানে হয়।

এর আগে গত বৃহস্পতিবার সৌদি থেকে দেশে ফেরেন ১৩০ কর্মী।

এ নিয়ে গত দুদিনে ২৫০ জন কর্মী দেশে ফেরত এলো।

ফেরত আসা কর্মীদের অভিযোগ, সৌদি আরবে বেশ কিছুদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকেরা। অভিযানে বাদ যাচ্ছেন না বৈধ আকামা থাকা কর্মীরাও।

তাদের অভিযোগ, কর্মস্থল থেকে নিজ কক্ষে ফেরার পথে তাদের পুলিশ গ্রেপ্তার করে।

এ সময় নিয়োগকর্তাকে ফোন করা হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না।

আকামা থাকা সত্ত্বেও কর্মীদের ডিপোরটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনেককে আটক করে ফেরত পাঠানো হচ্ছে।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, এ বছর সৌদি আরব থেকে এভাবে ১১-১২ হাজার শ্রমিক দেশে ফিরেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)