'ওর নামও সম্রাট, কাজও সম্রাটের মতো'

অনলাইন ডেস্ক

ক্যাসিনোকাণ্ডে আটক যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

রোববার বিকালে মহাখালীর ডিওএইচএসের বাসায় শারমিন বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে ১৯ বছর। আমাদের এক ছেলে।

ও বাইরে থাকে। তবে দুই বছর ধরে আমাদের মধ্যে সেই রকম সম্পর্ক নেই। কিন্তু সে যে ক্যাসিনোর গডফাদার সেটা জানতাম না। আমি জানি সে যুবলীগের ভালো একজন নেতা।

শারমিন বলেন, ‘আসলে  ওর সম্পদ বলতে কিছু নেই। ক্যাসিনো চালিয়ে যে টাকা অর্জন করত সেগুলো দিয়ে দল পালত। দল চালাত। আর যা থাকত সেই টাকাগুলো দিয়ে সিঙ্গাপুর বা অন্য কোথাও গিয়ে ক্যাসিনো খেলত। এসব টাকা সংসারে খরচ করত না। ’

‘ও জনপ্রিয় ছিল। কারণ দল পালত। উত্তরেও তো একজন নেতা আছেন নিখিল। তার তো এত জনপ্রিয়তা নেই। এখন আর রাজনীতি আগের মতো নেই যে বাসায় খেয়ে লোকজন ডাকলে আসবে। তাদের টাকা দিতে হয়। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অভিযানের জন্য অনেক ধন্যবাদ জানিয়ে সম্রাটের স্ত্রী বলেন, ‘এই অভিযানটি আরও আগে চালালে ভালো হতো। ’

স্বামীর চলাফেরাসহ সার্বিক বিষয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘ওর নাম যেমন সম্রাট, সে শুরু থেকে আসলেই সম্রাট ছিল। আরও তো অনেকে আছে। ও কিন্তু আলাদা ছিল। ’

সিঙ্গাপুরে সম্রাট জুয়া খেলতে যেত এমনটা জানিয়ে তিনি বলেন, ‘ওর জুয়া খেলার নেশা ছিল। কিন্তু সম্পদ করার নেশা ছিল না। ’

সিঙ্গাপুরে একাধিক নারীর সঙ্গে ছবির বিষয়ে বলেন, ‘একাধিক নয়, একজন নারীর সঙ্গে ওখানে গেলে সময় কাটাত। আমাকে সিঙ্গাপুরে নিত না। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)