সম্রাটের পক্ষে স্লোগান

সম্রাটের পক্ষে স্লোগান

অনলাইন ডেস্ক

ক্যাসিনোকাণ্ডে আটক হওয়ার পর দল থেকে বহিষ্কার হওয়া ইসমাইল হোসেন সম্রাটের এ পরিণতি মেনে নিতে পারছে না নেতাকর্মীরা। এজন্য তার পক্ষে স্লোগান দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।

অভিযান শেষে রোববার রাত সোয়া সাতটার দিকে সম্রাটকে যখন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের দিকে নিয়ে যাওয়া হয় তখন কাকরাইল কার্যালয়ের সামনে অবস্থানরত নেতাকর্মীরা সম্রাটের পক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দেন।

প্রায় চার ঘণ্টা অভিযানে অস্ত্র, মাদক, বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয় সম্রাটের কার্যালয় থেকে।

এর আগে ক্যাঙ্গারুর চামড়া পাওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হবে।

এছাড়া জিজ্ঞাসাবাদে জানা গেলে তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনেও একটি মামলা হবে।

ক্যাসিনোকাণ্ডে আলোচনার শীর্ষে থাকা সম্রাটকে রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক করে র‌্যাব।

তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক