যুবলীগ প্রেসিডেন্ট ওমর ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলবের পর তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেইসাথে ক্যাসিনো ব্যবসায় জড়িত সন্দেহভাজন নেপালি নাগরিকদেরও বাংলাদেশ না ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে।

তারা যাতে দেশ ছাড়তে না পারে সেজন্য বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিকেলে বেনাপোল চেকপোস্ট বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, সম্রাটসহ যুবলীগের একাধিক নেতা গ্রেপ্তার হওয়ার পর যুবলীগ চেয়ারম্যানের বিদেশ যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, সাম্প্রতিক শুদ্ধি অভিযানে যেসব রাজনৈতিক নেতাদের দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ডের বিষয় উঠে আসছে তার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে যুবলীগ চেয়ারম্যানকে আপাতত দেশ না ছাড়ার বার্তা দেয়া হয়েছে। অবশ্য এর আগেই গত বৃহস্পতিবার যুবলীগ চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব করা হয়। এরপর আজ তার বিদেশ যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হলো।