রাজধানীতে তৈরি হচ্ছে প্রথম আন্তর্জাতিক মানের সাইকেল লেন

রাজধানীতে তৈরি হচ্ছে প্রথম আন্তর্জাতিক মানের সাইকেল লেন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে তৈরি হচ্ছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের সাইকেল লেন। ৯ কিলোমিটার এই সাইকেল লেন প্রকল্পের কাজ শেষ হবে ২০২০ সালের ফেব্রুয়ারীতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই উদ্যাগকে স্বাগত জানিয়েছে সাধারন মানুষ ও সাইক্লিস্টরা।

রাজধানীর আগারগাঁও এলাকা।

রাস্তার দুপাশে চোখে পড়ে ৫-৬ ফুট প্রস্থের একটি বিশেষায়িত সড়ক। এটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের সাইকেল লেন।

পুরো আগারগাঁও এলাকায় মোট ৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই সাইকেল লেন প্রকল্পের কাজ চলছে পুরোদমে। যা বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটিকর্পোরেশন।

এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারীতে।

সাধারণ মানুষ বলছেন, এর ফলে আরও নিরাপদ হবে সড়ক।

রাজধানীর সড়কগুলোকে আরও নিরাপদ করে তুলতে, মূল সড়কের প্রতিটির পাশেই লেন করা প্রয়োজন বলে জানায় বাংলাদেশের সাইকেল আরোহীদের সবচেয়ে বড় গ্রুপ বিডি সাইক্লিস্ট

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য মতে, আন্তর্জাতিক নিয়ম মেনে অন্তত ৫ ফুট জায়গা রাখা হয়েছে সাইকেল চালকদের জন্য। ফলে সেখানে রিক্সা প্রবেশের কোন সুযোগ থাকছে না।

এরই মধ্যে শেষ হয়েছে ২৫০ মিটার সাইকেল লেনের কাজ। এখন চলছে সেখানকার সৌন্দয্য বর্ধন।