আবরারের বাড়িতে শোকের মাতম

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের কুষ্টিয়া শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা আসাদ সড়কের (পিটিআই রোডের) বাড়িতে চলছে শোকের মাতম।

ছেলের মৃত্যুর খবরে মা রোকেয়া খাতুন বারবার মুর্ছা যাচ্ছেন। পরিবারের সদস্যরাসহ প্রতিবেশীরাও ভেজা চোখে এই হত্যাকাণ্ডের বিচার চাইছেন।

নিহত ফাহাদ ব্রাকের সাবেক কর্মকর্তা বরককউল্লাহ’র বড় ছেলে।

এলাকাবাসী এবং আবরারের পরিবারের সদস্যরা জানান, স্কুলজীবন থেকেই তিনি মেধাবী ছিলেন। কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই তার।

ফাহাদের ভাই ঢাকা কলেজ’র বিজ্ঞান বিভাগের ছাত্র আবরার ফায়াজ জানান, সামনে পরীক্ষা তাই ফাহাদ রবিবারই বাড়ি থেকে তার প্রিয় ক্যাম্পাস বুয়েটে যায়।

তিনি আরও বলেন, আজ সোমবার সকাল ১০টায় বাবার (বরকতউল্লাহ) কাছে ফোন করেন ভাইয়ার (ফাহাদের) এক রুমমেট।

প্রথমে ফোন করে অসুস্থতার কথা জানালেও কিছুক্ষণ পরে ফোন দিয়ে তার মৃত্যুর খবর দেয় সে।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যা করা হয়। রোববার রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের নিচতলা থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)