সিএনজি-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল দুইজনের

সিএনজি-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল দুইজনের

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর পালেগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- টমাস মন্ডল (৪২)। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর ছিলেন। অপর নিহত জিয়াউল হক (৪৫)।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মামুন হাসান জানান, বাঁশখালীমুখী বাস ও চট্টগ্রাম শহরমুখী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় শেখেরখীলের টমাস মন্ডল ঘটনাস্থলেই মারা যান। তিনি সিএনজি অটোরিকশা যোগে কিছু নথিপত্র নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন।

তবে ময়নাতদন্তসহ আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানান তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় চারজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বাঁশখালীর পুঁইছড়ি ১১ নম্বর ইউনিয়নের আবদুর রশীদের ছেলে জিয়াউল হক (৪৫) চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ২৬ নম্বর ওয়ার্ডে মারা গেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)