সম্রাট-আরমানের বিরুদ্ধে তিন মামলা

অনলাইন ডেস্ক

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেছে র‌্যাব। সোমবার (০৭ অক্টোবর) বিকেল চারটার দিকে র‌্যাব-১ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা দুটি করে। এছাড়াও তার সহযোগী আরমানের বিরুদ্ধেও একটি মামলা করা হয়।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় র‌্যাবের পক্ষ থেকে মামলার স্বপক্ষে আলামতও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সরওয়ার বিন কাশেম জানান, এই অভিযানের প্রায় ১৯ দিন অতিবাহিত হয়েছে। এর মাঝেই আমরা বেশ কজন কে গ্রেপ্তার করেছি।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটের নাম আসার পর থেকেই তাকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।

অভিযান শুরুর পর হাইপ্রোফাইল কজন গ্রেপ্তার হলেও খোঁজ মিলছিল না সম্রাটের।

এসবের মধ্যেই তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর শনিবার রাত থেকেই তার গ্রেপ্তার হওয়ার খবর এলেও রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)