দেশে মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করছে; পূজা মন্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে রাজধানীতে পূজা মন্ডপ পরিদর্শন শেষেকথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্ত্রাস দুর্নীতিমাদকের কোনো স্থান নেই।  

দুর্গতি নাশিনী মা দূর্গার মর্তে আগমন।

তাই উৎসবের জোয়ার সনাতন ধর্মাবলম্বীদের মনে। এই উৎসবে শামিল হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শারদীয় দূর্গোউৎসব উপলক্ষ্যে নবমীর বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এলে তাক স্বাগত জানায় সনাতনধর্মাবলম্বীরা। পরে প্রধানমন্ত্রী এখানকার পূজা মন্ডপ পরির্দশন করেন।

বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ধারন করে চলছে বলেই  সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বাস করছে।  দেশে সব মন্ডপে শান্তিপূর্নভাবে পূজা হচ্ছে। প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব পূর্ন সম্পর্ক রয়েছে।

এই সৌহার্দপূর্ন পরিবেশ যেন আগামীতেও অব্যহত থাকে সেই কামনা করেন সরকার প্রধান।  এই সরকারে লক্ষ্য জঙ্গী সন্ত্রাস মাদক থেকে দেশকে মুক্ত রাখা।  এর আগে প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মন্দিরে যান এবং সেখানকার পূজা মন্ডপ পরিদর্শন করেন। শুভেচ্ছা বিনিময় করেন পূজার্থীদের সংগে।