চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচো সাহেব বাজার এলাকা থেকে আসাদ হোসেন (১৮) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সাহেব বাজার সড়কের পাশের ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আসাদ উপজেলার তিন নম্বর কালচোঁ ইউনিয়নের খিলপাড়ার প্রধানিয়া বাড়ির মো. রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়ির অন্য যুবকদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন আসাদ।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।