৬০ বছর ধরে মুসলিমদের উদ্যোগে দুর্গাপূজা!

নিজস্ব প্রতিবেদক

কলকাতায় মুসলমান অধ্যুষিত অঞ্চলের মধ্যে খিদিরপুর অন্যতম। হিন্দু থাকলেও, তারা সংখ্যায় বেশ কম। তাই বলে থেমে নেই মাতৃ শক্তির আরাধনা। এ কারণে নিজেদের উদ্যোগে দুর্গাপূজা আয়োজনে কাজ করেন সেখানকার স্থানীয় মুসলিমরা।

 

কলকাতার সহকর্মী ভাস্কর সর্দারের তথ্য চিত্রে চন্দ্রানী চন্দ্রা জানান, ভারতের পশ্চিমবঙ্গে চলছে শারদীয় আমেজ। থেমে নেই মুসলিম অধ্যুষিত মুন্সিগঞ্জের খিদিরপুরেও। হচ্ছে একাধিক দুর্গাপূজা। তবে ওই এলাকার পূজার ধরণ একটু ভিন্ন।

বেশ সাদামাটা প্যান্ডেল। বাহুল্য খুব একটা নেই। গত ৬০ বছর ধরে পূজার পুরো দায়িত্ব বহন করছে ওই এলাকায় মুসলমানরা।

পূজার সময়ে কলকাতায় হিন্দুদের সাথেই মুসলমান, বৌদ্ধ, শিখ, জৈন মেতে ওঠেন উৎসবে। অনেক জায়গায় পূজার উদ্যোগেও জড়িয়ে থাকেন নানা ধর্মের মানুষ।

অবশ্য মুন্সিগঞ্জের খোঁজ কলকাতার মানুষ খুব একটা রাখেন না। মন্ডপে প্রতিমা আনা, দেবীর ভোগ, মন্ডপ সজ্জা এমনকি বিসর্জনও। মন্ত্রোচ্চারণ বা আচার অনুষ্ঠান বাদে গোটা দায়িত্ব নিয়ে থাকে সেখানকার ফাইভস্টার ক্লাব।

পাড়ার মানুষের কাছে ঈদের মতোই উৎসবের সময় দুর্গাপূজা বা কালীপূজা হয়। এক দুই বছর ধরে নয়, গত ষাট বছর ধরে নিয়ম করে দুর্গাপূজার দিনগুলোয় সব কিছু ভুলে আন্তরিকভাবে মজে থাকে তারা।

দুর্গাপূজা আদতে হিন্দু বাঙালীদের সব থেকে বড় উৎসব। তবে এই অঞ্চলে এলে বোঝা যাবে সম্প্রীতি বহন করে ওই এলাকার মানুষের কাছেও হয়ে উঠেছে উৎসব।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)