পুকুরে মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষ

নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর ডোমার উপজেলায় সেলিম আল মামুন বাবু ও জুলফিকার রহমান বাবলা ।  স্বাদু পানিতে মুক্তা চাষ করে সফলতার দ্বার উন্মোচন করেছেন তারা।  এদেশের আবহাওয়া মুক্তা চাষের উপযোগী হওয়ায় মুক্তা চাষ করে লাভের মুখও দেখছেন তারা।  তবে কারিগরি সহযোগিতা, অধিকতর প্রশিক্ষন পেলে বৃহৎ পরিসরে মুক্তা চাষ করা সম্ভব বলে মনে করেন এই দুই যুবক।

 

তারা জানান, পুকুরে মাছ চাষের পাশাপাশি  মুক্তা চাষ  করা যায় । মুক্তা এমন একটি রত্ন, যাকে পেতে হলে ঝিনুককে যত্ন করতে হয়। তবে মুক্তা চাষের জন্য প্রয়োজন কিছু সরঞ্জামের।  তাই সরকারী পৃষ্টপোষকতা, অধিকতর প্রশিক্ষন পেলে বৃহৎ পরিসরে মৃক্তা চাষ করা সম্ভব বলে মনে করেন তারা ।

 

ঝিনুকে ইমেজ মুক্তা চাষের আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করেছে বাংলাদেশ মৎস্য গবেষনা ইন্সটিটিউট । এরই অংশ হিসেবে  সারাদেশে দেশে ২শ’ নারী-পুরুষকে প্রশিক্ষন দেয়া হয়েছে। প্রশিক্ষিত চাষীরা দেশের ৮টি জেলায় ইমেজ মুক্তা চাষ করছেন।  এ ধারা অব্যাহত থাকলে ইমেজ মুক্তা  দেশের চাহিদা মিটিয়ে বিদেশও  রফতানী করা সম্ভব বলে মনে করেন সংশ্লিস্টরা ।