১৩ আগ্নেয়াস্ত্রসহ ট্রাক জব্দ

১৩ আগ্নেয়াস্ত্রসহ ট্রাক জব্দ

অনলাইন ডেস্ক

৪০রাউন্ড গুলি ও ১৩টি আগ্নেয়াস্ত্রসহ আলামিন খন্দকার (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ এর সদস্যরা।

গ্রেপ্তার আলামিন খন্দকার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আথাইল শিমুল গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার ধুপপুকুর এলাকা
থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে সাতটি বিদেশী পিস্তল, পাঁচটি ওয়ান শুটার গান, ১৩টি
ম্যাগজিন, ৪০রাউন্ড গুলি, দুটি মোবাইল ফোন, একটি এটিএম কার্ড ও ১০হাজার ৫০০টাকা উদ্ধারসহ একটি ট্রাক জব্দ করা হয়।

আজ বুধবার সকালে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান, র‌্যাব-৫, রাজশাহীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান, বিপিএম।

তিনি বলেন, বিপুল পরিমাণ ফেন্সিডিল আসছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল, র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান এবং কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন এর নেতৃত্বে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ধুপপুকুরে অভিযান চালায়।

এসময় ওই এলাকায় একটি পাথরভর্তি ট্রাকের পাশে কয়েকজন ব্যক্তিকে দেখে সন্দেহ হলে র‌্যাব তাদের দিকে এগিয়ে যায়। কিন্তু র‌্যাব সদস্যদের দেখে তারা দৌড় দেয়।

র‌্যাব তাদের ধাওয়া করে একটি ব্যাগসহ আলামিন খন্দকারকে ধরে ফেলে। পরে ব্যাগ তল্লাশী করে উল্লেখিত আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)