পূজোর ছুটিতে ও দিনরাত পরিশ্রম করছে মুস্তাফিজ ও খালেদ

নিজস্ব প্রতিবেদক

খালেদ আহমেদ, বাংলাদেশের জার্সিতে দুই টেস্ট খেলা এই পেসার ক্যারিয়ারের শুরুতেই পড়েন ইনজুরিতে। মিস করবেন এবারের জাতীয় ক্রিকেট লিগ। তবে নিজেকে সারিয়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ইয়ংস্টার খালেদ।  পূজোর ছুটি যখন সারাদেশে, মিরপুর শেরেবাংলায় তখন দিব্যি পরিশ্রম করে যাচ্ছেন দু’জন পেসার।

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সঙ্গে তরুণ খালেদ আহমেদ। এই সময়ে মুস্তাফিজকে নিয়ে অনেকের আক্ষেপ হয়, দর্শকের মন খুঁজে ফিরে শুরুর সেই জাদুমন্ত্র।

খালেদ আহমেদ, জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলেছেন দুটি। ক্যারিয়ারের রঙিন মুহূর্তে আচমকা ইনজুরি।

তাই মিরপুর একাডেমি মাঠের নিয়মিত দৃশ্য পুনর্বাসন প্রক্রিয়ার কার্যক্রম। খেলা হচ্ছে না, জাতীয় ক্রিকেট লিগ। পুরোদমে কবে ফিরবেন? উত্তর দীর্ঘ অপেক্ষার। তবে নিজেকে সারিয়ে তুলতে নিয়মমাফিক পরিশ্রম করে যাচ্ছেন এই পেসার।

নভেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাবে টাইগাররা। ভারতের মাটিতে চ্যালেঞ্জ নিতে হবে পেসারদের বলছেন খালেদ আহমেদ। একই মত আরেক পেসার কামরুল ইসলাম রাব্বির।