পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে জম্মু-কাশ্মিরে

অনলাইন ডেস্ক

পর্যটকদের জন্য ফের উন্মুক্ত হতে যাচ্ছে কাশ্মির। প্রায় দু'মাস পর ভূস্বর্গের গভর্নর সত্যপাল মালিকের নির্দেশে পর্যটকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে চলেছে।

এদিকে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের ওপর আরোপিত বিধি নিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেসের দক্ষিণ এশিয়ার মানবাধিকার বিষয়ক একটি কমিটি। এক বিবৃতিতে তারা জানায়এখন বিধিনিষেধ তুলে কাশ্মিরিদের অন্য যেকোনও ভারতীয়ের মতো অধিকার নিশ্চিত করা উচিত।

সোমবার এক সরকারি মুখপাত্র জানান, গভর্নর সত্যপাল মালিক পর্যটকদের ওপর থেকে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ১০ অক্টোবর থেকে জম্মু-কাশ্মির আগের মতোই পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে।