সন্তানের নাম ‌‘আবরার ফাহাদ’ রাখলেন র‍্যাব সদস্য

সন্তানের নাম ‌‘আবরার ফাহাদ’ রাখলেন র‍্যাব সদস্য

অনলাইন ডেস্ক

বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তাল সারা দেশের শিক্ষাঙ্গন। আজ বৃহস্পতিবার সকালে বুয়েটের আন্দোলনকারীদের পক্ষ থেকে ভিসিকে আল্টিমেটাম দেওয়া হয়। বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম যদি আগামীকাল দুটার মধ্যে তাদের সাথে দেখা না করেন তাহলে বুয়েটের সব ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হবে।  

সেই সঙ্গে ভর্তি পরীক্ষাসহ বুয়েটের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

আর এমন উত্তাল পরিস্থিতিতে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কনস্টেবল শামীম হাসানের প্রথম পুত্র সন্তান।

জানা গেছে, তিনি তার সন্তানের নাম রেখেছেন আবরার ফাহাদ। নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরারের নামেই সন্তানের নাম রাখলেন এই র‌্যাব সদস্য।

ফেসবুকে বিষয়টি জানিয়েছেন কনস্টেবল শামীম নিজেই।

ফেসবুক স্টেটাসে লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আজ (বুধবার) আমি পুত্র সন্তানের বাবা হলাম। মাশাআল্লাহ আমার সন্তানের নাম রেখেছি, এই মুহুর্তে সবার প্রিয় দেশের প্রথম ভাবনা শহীদ এর নামের প্রতি সম্মান রেখে ‘আবরার ফাহাদ। ’

ফেসবুক স্ট্যাটাসে কনস্টেবল শামীম তার সন্তান যেন দানশীল, গরীব দুঃখী মানুষের সেবক হিসেবে সমাজের বুকে প্রতিষ্ঠিত হয় সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)