আবরার হত্যার প্রতিবাদে যশোরে কর্মসূচি

আবরার হত্যার প্রতিবাদে যশোরে কর্মসূচি

বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যার বিচার দাবিতে যশোরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে প্রেসক্লাব যশোরের সামনে থেকে প্রগতিশীল ছাত্র জোটে উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানায় গিয়ে শেষ হয়।

এছাড়া ‌‌সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই এই শ্লোগানে সম্মিলিত মানববন্ধন হয়েছে।

শহরের গাড়িখানা রোর্ড, দড়াটানা ও প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ সাধার মানুষ অংশ নেন।

এসবম বক্তরা বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ দুর্বৃত্তদের আধিপত্য চলছে। এসব দুর্বৃত্তরা রাজ্যনৈতিক আশ্রয় প্রশ্রয়ে খুন খারাবির সঙ্গে জড়িয়ে পড়ছে।

আর আবরারের মতো নিরীহ ছাত্রকে অকালে প্রাণ দিতে হচ্ছে। আমরা সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই।

মানববন্ধন থেকে নৃশংস এ ঘটনার সাথে জড়িতদেও দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক বিচার দাবি জানানো হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)