রিশা হত্যায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রিশা হত্যায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার ওরফে রিশা হত্যা মামলায় একমাত্র আসামি ওবায়দুল খানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এই রায় ঘোষণা করেন।

রায়ে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি ওবায়দুল আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ আগস্ট ওবায়দুলের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় রিশা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট তার মৃত্যু হয়। রিশা অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

এ ঘটনায় ওই দিন রিশার মা তানিয়া বেগম বাদী হয়ে রমনা থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

পরে রিশা মারা গেলে এটি হত্যা মামলায় পরিণত হয়। পুলিশ ওই বছরের ৩১ আগস্ট নীলফামারী থেকে গ্রেপ্তার করে আসামি ওবায়দুলকে। তিনি রিশাকে হত্যা করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)