মিরপুরে বাসা থেকে তিন জনের লাশ ‍উদ্ধার

মিরপুরে বাসা থেকে তিন জনের লাশ ‍উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর সেকশন-১৩ এলাকার একটি বাসা থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মিরপুর সেকশন-১৩ এর ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।  

নিহতরা হলেন, বাইজিদ (৪৭) ও তার স্ত্রী অঞ্জনা (৪০) এবং তাদের ছেলে দ্বাদশ শ্রেণির ছাত্র ফারহান।  

ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় বিষ খাইয়ে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামী বাইজিদ আত্মহত্যা করেছেন বলে ধারণা এলাকাবাসীর।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।  

এবিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, স্বামী বাইজিদ তার স্ত্রী ও সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  

ঘটনাস্থলে আমরা কিছু চিরকুট পেয়েছি।

তবে কি কারণে এই ঘটনা ঘটেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)