বাংলাদেশে অবৈধ অস্ত্রের সংখ্যা ৪ লাখ ।। কাজ করে ১২৮টি সিন্ডিকেট (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে, ছোট-বড় মিলিয়ে, অবৈধ অস্ত্রের সংখ্যা প্রায় ৪ লাখ। ১২৮টি সিন্ডিকেটে এসব অবৈধ অস্ত্র হাত বদলায়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টনারশিপ সেন্টারের তথ্য বলছে, আন্তর্জাতিক মাফিয়া ও চোরাকারবারিদের শক্তিশালী নেটওয়ার্ক, প্রতি বছর ৫০০ কোটি টাকার অবৈধ অস্ত্র নিয়ে আসে, বাংলাদেশে। সীমান্ত দিয়ে ঢোকা এসব অস্ত্রগুলো সন্ত্রাসীদের হাতে ঘুরছে সারা দেশে।

 

প্রতিবেশী দেশ থেকে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ঢোকা এসব অবৈধ অস্ত্রগুলো, ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। অনুসন্ধানী তথ্য বলছে, অবৈধ অস্ত্রের বড় চাহিদা আছে লক্ষীপুর জেলায়। এ ধরণের ডাকাতদলগুলো, দেশী-বিদেশী অবৈধ অস্ত্রের বড় ক্রেতা। ২০১৬ পর্যন্ত লক্ষীপুর ছিলো সন্ত্রাসের অভয়ারণ্য।

চলতো ২২ বাহিনীর রাজত্ব। পুলিশী তথ্যে, সেসব বাহিনী’র হাই কমান্ডরা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। অনেকে, জেলে। কিন্তু, এখন বাহিনীগুলো’র দ্বিতীয়-তৃতীয় সারির নেতা আর তাদের অস্ত্রগুলো সক্রিয়। লক্ষীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে তারা জিরো টলারেন্স। তবুও, মাঝে মাঝে হত্যাকান্ডের ঘটনা ঘটছে। অপরাধ বিজ্ঞানী অধ্যাপক ড. জিয়া রহমান বলছেন, অবৈধ অস্ত্র ব্যবসার সাথে আন্তর্জাতিক মাফিয়া চক্র সক্রিয় ভাবে জড়িত।

শুধু সাতক্ষীরা কিংবা লক্ষীপুর নয়, ঢাকার আশেপাশের বিভিন্ন জেলাতেও, সক্রিয় আছে, অবৈধ অস্ত্র এবং অস্ত্রধারী ক্যাডাররা। যারা রাজনৈতিক দলের ছত্রছায়ায় অপরাধ কর্মকান্ডে জড়িত।

বিস্তারিত অনুসন্ধান দেখতে চোখ রাখুন ১২ অক্টোবর শনিবার রাত ৯ টায় নিউজ টোয়েন্টিফোর টিভির ’টিম আন্ডারকভার’এ।