‌‌‘টাকা ছাড়া বিয়ে নয়’, তরুণীর আত্মহত্যা

‌‌‘টাকা ছাড়া বিয়ে নয়’, তরুণীর আত্মহত্যা

বেলাল রিজভী, মাদারীপুর প্রতিনিধি

প্রেম প্রত্যাখ্যান করায় মাদারীপুরের ডাসারে নাসিমা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার শনমন্দী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

শনিবার ভোরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে থানা-পুলিশ।

এলাকাবাসী, পুলিশ ও ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বালীগ্রাম এলাকার শনমন্দী গ্রামের সেকেন্দার আলী খাঁনের মেয়ে নাসিমা আক্তারের সঙ্গে একই এলাকার আচমত আলী খাঁনের ছেলে কাতার প্রবাসী মো. সাখাওয়াত
হোসেনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে।

এ সুবাদে ওই প্রবাসী প্রেমিকের সঙ্গে নাসিমা মাঝে মধ্যে মুঠোফোনে কথা বলতেন।

এদিকে তাদের সম্পর্কের বিষয়টি এলাকাবাসীর মাঝে জানাজানি হয়ে যায়। এ নিয়ে উভয়ের মাঝে ফোনে একাধিকবার কথার কাটাকাটি হয়।

পরে ওই ছাত্রীর প্রেমকে অস্বীকার করেন ওই প্রবাসী প্রেমিক সাখাওয়াত হোসেন।

এতে অভিমান করে শুক্রবার রাতে নাসিমা পরিবারের সবার অজান্তে বসত ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে উপজেলার ডাসার থানার এসআই মো. ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মা সেলিনা বেগম বলেন, আমার মেয়ের সঙ্গে দীর্ঘদিন যাবত সাখাওয়াতের প্রেমের সম্পর্ক চলে আসছে। তাদের বিয়ের কথাও চলছে। এ বিষয়টি এলাকার সবাই জানে। কয়েক দিন ধরে এ বিষয় নিয়ে মোবাইলে আমার মেয়ের সঙ্গে সাখাওয়াতের ঝগড়া হয়। সাখাওয়াত বলে তাকে পাঁচ লাখ টাকা না দিলে আমার মেয়েকে বিয়ে করবে না। এই শোক সইতে না পেরে আমার মেয়ে নাসিমা আত্মহত্যা করছে। আমরা সাখাওয়াতের বিচার চাই।

অভিযুক্ত প্রবাসী মো. সাখাওয়াত হোসেনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

ডাসার থানার ওসি তদন্ত মো. নাসির উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)