চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এর ভারত সফর

অনলাইন ডেস্ক

সন্ত্রাসবাদ দমনে ঐক্যমত্যে পৌঁছার পর এবার দু’দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারেও একমত হলেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার চেন্নাইয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই ঐক্যমত্যে পৌঁছায় দু’দেশ। তবে শুক্রবারের মতো এই রাষ্ট্রনায়কদের শনিবারের বৈঠকেও আসেনি কাশ্মীর প্রসঙ্গ।

দুই দিনের ভারত সফরের অংশ হিসেবে শুক্রবার তামিলনাড়ুর মামাল্লাপুরাম শহরে পৌঁছে চীনা প্রেসিডেন্ট শি জিনিপিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন।

সেখানে তারা দুই দেশের ধর্মীয়, জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র‌্য অক্ষুন্ন রেখে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে একমত হন।

আর শনিবার তাদের দ্বিতীয় দফা বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বেগবান করাসহ নানা ইস্যুতে কথা বলেন শি ও মোদি।

তবে তাদের আলোচনায় কাশ্মীর সংকট নিয়ে কোন কথা বলেননি চীনা প্রেসিডেন্ট। স্বাভাবিকভাবেই এ প্রসঙ্গ টানেননি মোদিও।

যদিও সম্প্রতি চীন সফরে আসা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এই ইস্যুতে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বললেন বলে অঙ্গীকার করেছিলেন শি জিন পিং। তবে চীনা প্রেসিডেন্টের সফরের আগেই এই ইস্যুটি ভারতের অভ্যন্তরীন বিষয় উল্লেখ করে, কাশ্মীর সংকট নিয়ে মাথা না ঘামাতে বেইজিংকে পরামর্শ দিয়েছিল নয়াদিল্লী।