শ্রীমঙ্গলে 'বন্দুকযুদ্ধে ডাকাত' নিহত

শ্রীমঙ্গলে 'বন্দুকযুদ্ধে ডাকাত' নিহত

অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জয়নুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্য এলাকায় এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

নিহত জয়নুল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চাঁনগ্রাম এলাকার মৃত মোস্তাকিন মিয়ার ছেলে। র‌্যাবের দাবি, তিনি আন্তঃজেলা ডাকাতদলের সদস্য।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের ভাষ্যমতে, দুই দিন আগে সিলেট থেকে আন্তঃজেলা ডাকাতদলের কয়েকজন সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানের চা কন্যা ভাস্কর্য এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতদলের অন্য সদস্যরা র‌্যাবের ওপর আক্রমণ চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালালে জয়নুল ইসলাম নামের এক ডাকাত নিহত হন।

অন্যরা পালিয়ে যান।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালেক বলেন, 'জয়নুল একাধিক ডাকাতি মামলার আসামি। '

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)