পুলিশের ওপর বোমা হামলা: দুই জঙ্গি আটক

পুলিশের ওপর বোমা হামলা: দুই জঙ্গি আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলিস্তান ও সায়েন্সল্যাবে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় দুই জঙ্গিকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। যারা নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি রাজধানীর গুলিস্তান ও সায়েন্সল্যাবে পুলিশের ওপর বোমা হামলার ঘটনার সংশ্লিষ্টতায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে। এখনো আটকদের নামপরিচয় জানা যায়নি। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান মাসুদুর রহমান। গত ৩১ আগস্ট রাতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের যাত্রাপথে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
তাতে একজন এএসআই এবং একজন কনস্টেবল আহত হন। তার চার মাস আগে ২৯ এপ্রিল রাতে গুলিস্তানে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর বোমা হামলার ঘটনা ঘটে। এতে ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম, লিটন চৌধুরী ও কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক আহত হন৷