এবার আবরার হত্যায় রবিনের দায় স্বীকার

এবার আবরার হত্যায় রবিনের দায় স্বীকার

অনলাইন ডেস্ক

আবরার ফাহাদ হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন।

সোমবার ঢাকা মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেন রবিনের স্বীকারোক্তি গ্রহণ করেন।

এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৮ অক্টোবর রবিনসহ ১০ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে সিএমএম আদালত।

এনিয়ে মামলাটিতে পাঁচজন আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দিলেন।

রবিন ছাড়া অপর চারজন হলেন, বুয়েট ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. অনিক সরকার, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররেফ সকাল, ক্রীড়া সম্পাদক মো. মেফতাহুল ইসলাম জিয়ন ও  শিক্ষার্থী মো. মুজাহিদুর রহমান। তারা সবাই এখন ছাত্রলীগ ও বুয়েট থেকে বহিষ্কৃত।

আরও রিমান্ডে রয়েছেন, বুয়েট ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা, বুয়েটের শিক্ষার্থী শামীম বিল্লাহ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, মো. মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, সাসছুল আরেফিন রাফাত ও হোসেন মোহাম্মাদ তোহা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)