বরিশালে বাস-টেম্পু সংঘর্ষ, নিহত ২

বরিশালে বাস-টেম্পু সংঘর্ষ, নিহত ২

অনলাইন ডেস্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীবাহী বিআরটিসি বাসের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় যাত্রী।

তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বৈদ্যপাড়া সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বরিশাল কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল।

তিনি জানান, নিহতরা হলেন- টেম্পোর যাত্রী ঝালকাঠীর কাঁঠালিয়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক (৬০), ও ঝালকাঠীর দেউলাকাঠীর রাজীব মিস্ত্রির স্ত্রী নিপা মিস্ত্রি (৩০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বিআরটিসির ডাবল ডেকারের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে টেম্পুটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় আটজন আহত হন।

এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর ছিল। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)