সদরপুরে ভ্রাম্যমান আদালতে ৬০ জেলেকে সাজা

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ৬০ জেলেকে সাজা

অনলাইন ডেস্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় মঙ্গলবার পদ্মা আড়িয়াল খাঁ নদে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালত থানা পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে ৬০ জন জেলে, ৭০ হাজার মিটার জাল ও ৫০ কেজি মা ইলিশ আটক করে।  

পরে উপজেলা  সম্মেলন কক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল।  

ভ্রাম্যমান আদালত প্রত্যেক জেলেকে মৎস রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০(৫)১ ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও মা ইলিশ ক্রয়ের অপরাধে ৪ জনকে ২০ হাজার টাকা জরিমান করে ।  

মা ইলিশ ধরার সহযোগীতা করায় ৮ কিশোর কে আটক করে তাদের অপ্রাপ্ত বয়স হওয়ায় ছেড়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো.মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাশ ।  

উক্ত জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় ও জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় ।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল 

এই রকম আরও টপিক