আবরার হত্যায় জড়িতদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: ওবায়দুল কাদের

আবরার হত্যায় জড়িতদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আবরারের ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার কী হবে তা আদালত বলতে পারবে। তবে আমার মতে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

আবরারের জীবন ঝরে যাওয়ার পাশাপাশি খুনে জড়িত কয়েকজন মেধাবী শিক্ষার্থীর জীবনও নষ্ট হয়ে যাওয়ায় আক্ষেপ প্রকাশ করে।

তিনি বলেন, অপরাধীদের মধ্যে ভ্যানচালকের সন্তানও আছে। এটা তো দেশের জন্য ক্ষতিকর।

তিনি বলেন, আবরার হত্যাকাণ্ড নিয়ে বিএনপির উদ্বেগ নেই। এটাকে তারা আন্দোলনের বিষয় বানাতে চাইছে।

তারা নানা কারণে আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন আন্দোলনের বিষয় খোঁজাই তাদের লক্ষ্য।

আবরারের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে দাবি করে তিনি বলেন, এ ঘটনায় শুধু নিন্দা নয়, তড়িৎ ব্যবস্থা নেয়া হয়েছে। আগে কখনো এত তড়িৎ ব্যবস্থা কেউ নেয়নি। প্রধানমন্ত্রী ঘটনার পর আইজিপিকে ডেকে নিয়ে সব অপরাধীকে গ্রেপ্তার করতে বলেছেন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারও করা হয়েছে।  

আবরারের পরিবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে। সেখানে প্রধানমন্ত্রী তাদের বলেছেন, যত দ্রুত সম্ভব অপরাধীদের বিচার হবে। তিনি আইনমন্ত্রীকেও বলেছেন যে যত দ্রুত সম্ভব অপরাধীদের বিচার করতে হবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল