বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে সোমবার দিবাগত মধ্যরাতে আয়শা বেগম (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের আলমগীরের ভাড়াটিয়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ জানান, ৬ নম্বর ওয়ার্ডের আলমগীরের বাসায় আবুল কালাম ভাড়া থাকতেন। রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন।
তিনি আরও জানান, পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটে থাকতে পারে।
আয়শা উপজেলার আমড়াতলা গ্রামের ট্রলার তৈরির মিস্ত্রী আবুল কালামের স্ত্রী।