বাবরি মসজিদ মামলার শুনানি শেষ ।। রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

বাবরি মসজিদ মামলার শুনানি শেষ ।। রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক

অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে রাজনৈতিক স্পর্শকাতর মামলার দৈনিক শুনানি শেষ হয়েছে। বুধবার টানা ৪০ দিন শুনানির পর বিবাদমান আর কোনো পক্ষকে কোনো সময় দিতে রাজি হননি সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টে এই মামলায় রায় প্রদান স্থগিত রেখেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আগামী মাসের ১৭ তারিখ অবসর নেবেন।

তার আগেই রায় দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। আদালতে বেশ নাটকীয়তার মধ্য দিয়েই আজ এই মামলার শুনানী শেষ হয়। অযোধ্যা মামলা নিয়ে সুষ্ঠুভাবে কোনও নিষ্পত্তি বের করতে মধ্যস্থতাকারীরা ব্যার্থ হলে গত ৬ আগস্ট সুপ্রিম কোর্টে মামলাটি নিয়ে দৈনিক শুনানি শুরু হয় পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে।  এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অযোধ্যায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
যা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বলবত থাকবে।  ১৯৮৯ এর আগে পর্যন্ত জমিটি নিয়ে হিন্দুদের তরফে কোনও দাবি ছিল না। ডিসেম্বর ১৯৯২-এ বাবরি মসজিদ ভাঙার আগে, সেখানে যেভাবে বাবরি মসজিদ ছিল, সেভাবে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে মুসলিম প্রতিনিধিরা।