তুহিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

তুহিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কেজাউরা গ্রামের ৫ বছরের শিশু তুহিনকে নৃশংস ও মধ্যযুগীয় বর্বরতার মাধ্যমে হত্যার প্রতিবাদে ও দোষীদের ‘দ্রুত বিচার আইনে’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জেলা শাখার আয়োজনে জেলা আইনজীবী সমিতির  কর্যলয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: যে কারণে শিশু তুহিনকে হত্যা করে বাবা-চাচা!

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. চান মিয়া, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি অ্যাড.জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল জলিল, অ্যাড.মাসুক আলম, অ্যাড. কাউসার, অ্যাড. আব্দুল হামিদ, অ্যাড. সামছুর রহমান, অ্যাড.জিয়াউর রহিম শাহিন,অ্যাড. শাহীন, অ্যাড. কামাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তুহিনের মত এই যে ঘটনা ঘটেছে এটা যাতে ভবিষ্যৎ এ আর না ঘটে এই জন্য যারা তুহিনকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আর সমাজে যে নিষ্ঠুরতার জন্ম নিয়েছে, যে প্রতিহিংসার জন্ম নিয়েছে এই জন্য শুধু অপরাধী দায়ী নয় সমাজ ও রাষ্ট্র দায় এড়াতে পারে না।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল