স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে রাঙামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে রাঙামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে পার্বত্যাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে রাঙামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা চলছে। আজ বুধবার সন্ধ্যা ৭টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সংসদ সদস্য দীপংকর তালুকদার, পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম. বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, চট্টগ্রাম এরিয়া কমান্ডার সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান ও তিন জেলার প্রশাসনের প্রধানগণ এ সভায় অংশগ্রহণ করেন।
  
সভা সূত্রে জানা যায়, তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্ম্পকে আলোচনা করা হয়।

পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ নিয়েও বিশেষ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় একটি সূত্র।

রুদ্ধদার বৈঠকে শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যম কর্মীদের সাথে ব্রিফিং করার কথা রয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল