বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ইয়াবা পাচারকারী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে টেকনাফের হোয়াইক্যং এলাকার নাফ নদীর মোহনায় এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত দুই রোহিঙ্গা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল হাসিম ও নুর কামাল। বিজিবির দাবি এ সময় তাদের তিন সদস্য আহত হয়েছেন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযানে যায় বিজিবি।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অস্ত্রধারী ইয়াবা পাচারকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে ওই দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।

পরে তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুটি কিরিচ উদ্ধার করা হয়। আহত বিজিবির তিন সদস্যকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল