মেসির জন্য নেইমারের সতর্কবার্তা

ফাইল ছবি

মেসির জন্য নেইমারের সতর্কবার্তা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। ২০১৮ সালের জুনে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর।  প্রতিটি আসরের মতো এবারের আসরেও অংশ নেবে ৩২টি দল।  

বিশ্বকাপে 'ডি' গ্রুপে পড়েছে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া, আইসল্যান্ড।

আর তাই বিশ্বকাপ শুরুর আগেই সাবেক বার্সা সতীর্থ মেসিকে সতর্কই করে দিলেন নেইমার। তিনি বলেন, আইসল্যান্ড বিশ্বকাপে চমক দেখাতে পারে। নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনার জন্য তারা হতে পারে মাথাব্যথার কারণ।  

প্লেয়ার ট্রিবিউনে একটি সাক্ষাৎকারে এসেছিল নেইমার ও পিকে।

সেখানেই দুজনে আলোচনা করেন বিশ্বকাপের দলগুলো নিয়ে, যারা চমক দেখাতে পারে জায়ান্টদের। সেই সাক্ষাৎকারেই পিকে নেইমারকে বলেন, কোন দলগুলো বিশ্বকাপে চমক দেখাতে পারে?

জবাবে নেইমার বলেন, বিশ্বকাপে চমক, হ্যাঁ, হ্যাঁ, সেটা আইসল্যান্ড। আমি তাদের খেলা দেখেছি। তারা অনেক ভালো খেলে। আমি তাদের খেলা পছন্দ করি। তারা বিশ্বকাপে চমক দেখাতে পারে। বিশ্বকাপের ডাকহর্স তারা।

সম্পর্কিত খবর