লক্ষ্মীপুরের রামগতির উপজেলার আলেকজান্ডার ইউপি নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে চারজন আটক হয়েছেন। পশ্চিম বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে তাদের আটক করা হয় বলে জানান প্রিজাইডিং অফিসার।
এদিকে, পশ্চিম চর আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের প্রভাবিত করাকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থী নুর ছলেমান হাওলাদার ও ফিরোজ কবির বাবুল হাওলাদারের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষ লাঠি-সোটা হাতে নিয়ে ছোটাছুটি করলে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সকাল থেকে উৎসাহ উদ্দীপনায় ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।