রাশিয়া বিশ্বকাপ দেখতে ভিসা লাগবে না

রাশিয়া বিশ্বকাপ দেখতে ভিসা লাগবে না

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা। ছয় মাস পরই বেজে উঠবে রাশিয়া বিশ্বকাপের বাদ্য। লাখ লাখ ফুটবলভক্ত রাশিয়া ভ্রমণ করবেন বিশ্বকাপ চলাকালীন। এত বিশাল সংখ্যক সমর্থককূলের জন্য ভিসা অনুমোদন করা কঠিন কাজই।

রাশিয়ান কর্তৃপক্ষ এই ঝামেলা এড়ানোর জন্য নিয়েছে চমৎকার এক সিদ্ধান্ত। বিশ্বকাপের দর্শকদের জন্য কোনো ভিসাই লাগবে না।

খবরটি ফুটবলপ্রেমীদের জন্য যে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো তা বলার অপেক্ষা রাখে না। বিনা ভিসায় রথও দেখা হবে কলাও বেঁচা হবে! কিন্তু, কত দিন আগে যাওয়া যাবে রাশিয়া?

রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ শুরুর ১০ দিন আগে রাশিয়ায় যেতে পারবেন দর্শকরা।

থাকতে পারবেন বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। এরপরই বিদায় নিতে হবে রাশিয়া থেকে।

এক বিজ্ঞপ্তিতে রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপের সময়কালীন ভিসামুক্ত প্রবেশাধিকার পাবেন দর্শকরা। অবশ্য তাদেরকে সঙ্গে রাখতে হবে দর্শক-কার্ড। বিশ্বকাপের টিকিট তো লাগবেই।

সম্পর্কিত খবর