আজ নতুন এমপিওভুক্তির ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যমান নীতিমালার আলোকে আজ সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এমপিওভুক্তির ঘোষণা দেবেনএরফলে শিক্ষকরা সরকারি কোষাগার থেকে মূলবেতনকিছূ ভাতা পাবেন।

 

মঙ্গলবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিতথ্য জানানশিক্ষামন্ত্রী বলেন, ২০১০ সালে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে এবার সেই সংখ্যার প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠান এমপিওর আওতায় আসছে।

২০১০ সালেহাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। এদিকে, নীতিমালা বাতিল করে পূর্বের নিয়মে এমপিওর দাবীতে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, আজ প্রধানমন্ত্রীর ঘোষণা পর নিজেদের সিদ্ধান্ত জানাবে