বিমানবন্দরে নারীর ট্রাউজার খুলতে বলে দুঃখ প্রকাশ

বিমানবন্দরে নারীর ট্রাউজার খুলতে বলে দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক

বিমানবন্দরে প্রতিবন্ধী অধিকারকর্মী নারীকে তল্লাশির নামে ‌ট্রাউজার খুলতে বলা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ভারতের কলকাতা বিমান বন্দরের এ ঘটনায় অবশ্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়া কুহু দাস জানান, তাকে বিমানবন্দরে চেকিংয়ের সময় তার ক্যালিপার বা কাঠের পা খুলে স্ক্যানার মেশিনে দিতে বলা হয়।

এসময় তিনি নারী নিরাপত্তা কর্মীকে বলেন, তার পক্ষে ট্রাউজার না খুলে ক্যালিপার খোলা সম্ভব নয়।

কিন্তু তারপরও তাকে তা করতে বলা হয়।

সেরেব্রাল পলসিতে আক্রান্ত জিজা ঘোষ নামে আরেকজন অধিকারকর্মীকে বলা হয়, তিনি একজন সঙ্গী ছাড়া বিমানভ্রমণ করতে পারবেন না।

প্রতিবন্ধী নারীদের অধিকার সংক্রান্ত একটি সভায় যোগ দিতে তারা দিল্লি যাচ্ছিলেন।

নিরাপত্তা কর্মীদের আচরণের প্রতিবাদ করার পর তাদের দু'জনকে যেতে দেওয়া হয়।

তবে তারা জানান, তারা অপমান এবং বিদ্রূপের শিকার হয়েছেন।

মিজ দাস বলেন, তিন বছর বয়সে তার পোলিও হয় এবং বহু বছর ধরেই তিনি টিটানিয়াম রড দিয়ে তৈরি ক্যালিপার ব্যবহার করছেন। এর আগে ভারতের বাইরে কোনো বিমানবন্দরে তাকে এমন অবস্থায় পড়তে হয়নি।


মিজ দাস বলেন, জিজা একজন প্রাপ্তবয়স্ক নারী যে নিজে নিজে পৃথিবীর নানা জায়গায় গেছে। সে অত্যন্ত অপমানিত বোধ করেছে।

আমরা একে বৈষম্যমূলক বলে প্রতিবাদ করার পর চেকইন কাউন্টারের লোকটি দুঃখ প্রকাশ করে। কিন্তু আমি তার ওপর রাগ করছি না। একটি বিমানসংস্থা প্রতিবন্ধীদের সাথে কী আচরণ করছে সেটাই আসল ব্যাপার।

এ ঘটনার খবর ভারতের সংবাদমাধ্যমে বেরুনোর পর কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় দুঃখ প্রকাশ করে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)