'সংলাপের জন্য আমরা বোর্ড কার্যলয়ে সন্ধ্যা পর্যন্ত আছি'

'সংলাপের জন্য আমরা বোর্ড কার্যলয়ে সন্ধ্যা পর্যন্ত আছি'

নিজস্ব প্রতিবেদক

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যলয়ে ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছেন বোর্ড কর্তরা। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার বিকেলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

জালাল ইউনুস বলেন, ‘মাননীয় সভাপতি এখানেই আছেন।

সঙ্গে কয়েকজন বোর্ড পরিচালকরাও রয়েছেন। আপনারা জানেন যে আমরা চেষ্টা করে যাচ্ছি খেলোয়াড়দের সঙ্গে কথা বলার জন্য। ' 

আগেই বলেছি, 'আমাদের দরাজা খোলা। আমরা এখানেই এখনও  অবস্থান করছি ক্রিকেট বোর্ডে।

খেলোয়াড়রা যতি চায় তারা আসতে পারেন। তাদের জন্য অপেক্ষা করছি। এখানে সন্ধ্যা পর্যন্ত আছি। সংলাপের জন্য আমরা প্রস্তুত। ’

ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করেছেন? এমন প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক বলেন, আমরা চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ করতে পারিনি। দুই-এক জনকে ম্যাসেজ দিয়েছি যে, আমরা এখানে আছি। তারা চাইলে আমাদের এখানে কথা বলতে পারে।

সেখান থেকে কোনও পাল্টা জবাব এসেছে? উত্তরে তিনি বলেন, জবাব পাইনি। তবে একজন জানিয়েছেন, তিনি একা বলতে পারছেন না। তবে তিনি সবার কাছে বার্তা পৌঁছে দেবেন। তারা যদি ম্যাসেজটা না পেয়ে থাকেন, আপনারদের মাধ্যমে তাদের কাছে বার্তাটি পৌঁছাতে চাই।
 
তিনি আরও বলেন, ‘আমরা সন্ধ্যা পর্যন্ত বোর্ডে থাকব। সন্ধ্যা বা রাতে যখনই বলেন। তারা যদি যোগাযোগ করতে চান, সংলাপ করতে চান আমরা তাদের জন্য অপেক্ষায় রয়েছি। ’

আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গণভবন থেকে বের হয়ে ক্রিকেটারদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন বোর্ড প্রধান।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল