নুসরাত হত্যা: যে ৬ কারণে ফাঁসেন ‍ওসি মোয়াজ্জেম

নুসরাত হত্যা: যে ৬ কারণে ফাঁসেন ‍ওসি মোয়াজ্জেম

অনলাইন ডেস্ক

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় পুলিশের অবহেলার অভিযোগে চার পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে দায়ীত্বে অবহেলার কারণে গত ১৩ মে প্রত্যাহার করা হয় ফেনীর তৎকালীন পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকারকে। থানায় হেনস্তা হওয়ার নুসরাতের ভিডিওটি প্রকাশ হওয়ার পর ৮ মে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেয়াজ্জেমসহ পুলিশের দুই উপ-পরিদর্শককে (এসআই) বহিষ্কার করা হয় ৮ মে। এরপর তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

১৬ জুন তাকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ছয় অভিযোগ
তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়।

এগুলো হলো- ১. মামলার কালক্ষেপণ, ২. এজহার নিয়ে কূটচাল, ৩. গুরুত্বপূর্ণ আসামিদের নাম বাদ, ৪. নুসরাতকে থানায় জবানবন্দির নামে ওসির হেনস্তা, ৫. আইনি বহির্ভূত জিজ্ঞাসাবাদ, ৬. প্রথমে অজ্ঞাত মামলা, পরে ৮ জনের নামোল্লেখ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর