বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ভারত

বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ভারত

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি না থাকলেও টেস্ট সিরিজে খেলবেন তিনি। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে। সাদা পোশাকে যথারীতি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।  

দুই ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ ১৪ নভেম্বর।

ইন্দোরে মাঠের লড়াইয়ে নামবে দুই দল। ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে আয়োজন করা হবে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

এদিকে টেস্ট ও টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বিশ্রামে রাখা হয়েছে জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ডিয়াকে।
প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার শুভমান গিল।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে সুযোগ না পেলেও সাকিব আল হাসান নেতৃত্বাধীন দলটির বিপক্ষে ফিরছেন ঋষভ পন্থ।  

অন্যদিকে ইনজুরি কাটিয়ে কুলদীপ যাদব দলে ফিরতেই জায়গা হারাতে হয়েছে প্রোটিয়াদের বিপক্ষে রাঁচি টেস্টে দুরন্ত অভিষেক ঘটানো শাহবাজ নাদিমকে।

ভারতের টেস্ট স্কোয়াড :
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল, ঋষভ পন্থ।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল