ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২

ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিং পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ও ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের উপজেলার হাতিয়া রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, এসএম রোকনুজ্জামান (৪৮)। তিনি কালিহাতী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা ও ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং আরেকজন রবিন্দ্রনাথ (৫২)।

সে কালিহাতীতে একটি ভেটেনারি ওষুধ কোম্পানীর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।  

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ জানান, রাতে প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান একটি ওষুধ কোম্পানীর প্রতিনিধি রবিন্দ্রনাথকে নিয়ে উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় একটি বাড়িতে গবাদিপশু চিকিৎসা দেয়ার জন্য মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন।  

এ সময় মোটরসাইকেলটি হাতিয়া রেলক্রসিং পাড় হওয়ার সময় উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে নিহতদের লাশ তার স্বজন এসে নিয়ে গেছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল