রোববার থেকে ঘড়ির কাঁটা পেছাচ্ছে এক ঘণ্টা

রোববার থেকে ঘড়ির কাঁটা পেছাচ্ছে এক ঘণ্টা

অনলাইন ডেস্ক

২৭ অক্টোবর রোববার থেকে ইতালিতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। বছরে দু'বার এ সিদ্ধান্ত নেওয়া হয়। দিবালোক সঞ্চয়ের ফলে এ পরিবর্তন বলে জানা গেছে।

ফলে একবার সামনে আরেকবার পেছনে করে এক ঘণ্টা পরিবর্তন করা হয়।

সেই ধারাবাহিকতায় আগামী রোববার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ৩টার সময় ওই ঘড়িতে দেখা যাবে রাত ২টা। প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয় এই টাইম।

এর আগে ৩১ মার্চ (ডিএসটি) ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল।

ডিএসটি সময়ের পরিবর্তনে ইউরোপের কয়েকটি দেশসহ আরও কয়েকটি দেশে সময় পরিবর্তন হয়ে থাকে।

জার্মানিতে ৩০ এপ্রিল ১৯১৬ সাল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়। ভারত ইতালির থেকে সাড়ে তিনঘণ্টা এগিয়ে।

তাই রোববার ইতালির সময়ের সঙ্গে ভারতের সময়ের ফারাক হবে সাড়ে চারঘণ্টা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)