বিনামূল্যে রেলওয়ের বগি আবদার চট্টগ্রাম কৃষক লীগের !!

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সম্মেলনে যোগ দিতে রেলওয়ের কাছে বিনামূল্যে টিকিট চেয়েছে চট্টগ্রাম উওর জেলা কৃষক লীগ।  ৫ নভেম্বর তারা ঢাকায় আসবেন, ৬ নভেম্বর সম্মেলন শেষে রাতে চট্টগ্রাম ফিরবেন। এই আসা যাওয়ার জন্য বিনা মূল্যে কয়েকটি বগি রেলওয়ের কাছে আবদার হিসেবে চেয়েছে সংগঠনটির চট্টগ্রাম শাখার নেতারা। যদিও দলটির এমন আবদার প্রত্যাখ্যান করেছে রেলওয়ে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সহযোগী সংগঠনের এমন আবদার সরকারের চলমান শুদ্ধি অভিযানকে প্রশ্নের মুখে ফেলতে পারে।

আগামীনভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের জাতীয় সম্মেলন।  এই সম্মেলনের যোগ দিতে রেলের কাছে প্রথম শ্রেণির ১৯০টি টিকিট চেয়েছে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ। নভেম্বর গিয়েনভেম্বর রাতে চট্টগ্রামে ফিরতে চিঠি দিয়ে এই টিকিট চায় তারা।

তবে তাদের সেই আবদারে সাড়া দেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

কিন্তু জনগণের টাকায় চলা রেলওয়ের কাছে কেন এই আবদার। জবাবে চট্টগ্রামের প্রস্তুতি কমিটির আহ্বায়ক জানালেনরেলওয়ের প্রধান বিপনন কর্মকর্তার আশ্বাসেই নাকি আবেদন করেছেন তারা।

অবশ্য আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর চট্টগ্রাম কৃষক লীগের শীর্ষ নেতারা বলেছেন, এবার আর বিনামূলে নয়নতুন একশো টিকিট ক্রয়ের জন্য আবেদন করেছেন তারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতেক্ষমতাশীন দলের সহযোগী সংগঠনের এমন আবদার সরকারের নেয়া শুদ্ধি অভিযানকে প্রশ্নের মুখে ফেলতে পারে।

কৃষক লীগের এমন আবেদনকে অন্যায় আবদার বলেও মনে করেন 'সুজন' চট্টগ্রাম জেলার সম্পাদক, এডভোকেট আক্তার কবির।