সৌদি থেকে আরো ১৭৩ বাংলাদেশিকে ফেরত

নিজস্ব প্রতিবেদক

ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে সৌদি আরবে। যার শিকার হয়ে শনিবার রাতে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন  ১৭৩ জন বাংলাদেশি শ্রমিক। নিয়ে দুই দিনে দেশটি থেকে দেশে ফিরলেন ৩৬০ জন।   

সৌদি এয়ারলাইন্সের  এসভি ৮০৪ বিমানযোগে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা শ্রমিকদের অভিযোগ, আকামা বা কাজের অনুমতি থাকা সত্বেও জোড় পূ্র্বক তাদের ফেরত পাঠিয়েছে সৌদি সরকার।  তারা জানানবেশ কিছুদিন ধ‌রে সৌদি আরবে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি কর্মীরা। সেই অভিযানে বাদ যাচ্ছে না বৈধ আকামাধারীরাওবলেন- জোড় পূর্বক বাংলাদেশী শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছে ডিপোর্টেশন ক্যাম্পে
বিষয়ে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসনিয়োগকর্তাদের কোন সহযোগীতা পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তারা। এর আগে গেল শুক্রবারও ২০০ জন বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।